ফের বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি

টাঙ্গাইল প্রতিনিধি:

বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় দফায় বেড়েছে টোল আদায়। এর আগে ১৯৯৮ সালে সেতু চালু হওয়ার পর ২০১১ সালে প্রথম দফায় টোল আদায় বৃদ্ধি করা হয়েছিল।

মঙ্গলবার (২নভেম্বর) বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি করা নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব ( উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন জারি হলেও বুধবার (৩নভেম্বর) বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন থেকে পূর্ব ধার্যকৃত রেটে টোল আদায় করছে কর্তৃপক্ষ। তবে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ চালকদের অবহিত করতে প্রজ্ঞাপন জারির দিন থেকেই তাদের হাতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনের লিফলেট ধরিয়ে দেয়া হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুতে টোল আদায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পর মঙ্গলবার রাত থেকে সেতু পারাপার হওয়া যানবাহনের চালকদের অবহিত করতে একটি করে লিফলেট দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত বাড়তি টোল আদায় করা হচ্ছে না। টোল আদায় সিস্টেম পরিবর্তন করে নতুন রেট সংযুক্ত করার পর টোল আদায় শুরু হবে।