মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত।গজারিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে আশ্রয়ন ২ প্রকল্প বাস্তবায়ন নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জি এম রাশেদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
জানা যায়,গজারিয়ায় ১ম পর্যায়ে ১৫০টি, ২য় পর্যায়ে ২০ টি ও ৩য় পর্যায়ে ১১ টি “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীর জন্য ঘর প্রদান করা হয়।বর্তমানে ৪র্থ পর্যায়ে ১৭ টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে।যা বাস্তবায়নের জন্য’ই টাস্কফোর্স কমিটির সভা।সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান গজারিয়া উপজেলাকে “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার জন্য যৌথ কমিটির সভা আহ্বান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি বলেন,গজারিয়া উপজেলাকে নীতিমালা অনুসরণ করে ভূমিহীন ঘোষণা করা হবে।ভূমিহীন ঘোষণা করলেও এটা একটি চলমান প্রক্রিয়া,ভবিষ্যতে কোন যোগ্য উপকারভোগী পাওয়া গেলে তাদের বিধি অনুসরণপূর্বক বিবেচনা করা হবে।এছাড়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ মূল্যবান মতামত প্রদান করেন।