চীন থেকে আরও ৬ কোটি টিকা কেনা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চীন থেকে সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ টিকা কেনার জন্য চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, আপনারা জানেন চায়নার সঙ্গে টিকা আনার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমরা ইতোমধ্যে ছয় কোটি টিকা আনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছি।

‘অর্থাৎ আগের যে দেড় কোটি টিকা কনফার্ম ছিল, তার সঙ্গে আরও ছয় কোটি, অর্থাৎ সাড়ে সাত কোটি টিকা আমরা চায়না থেকে আনার চেষ্টা করছি।’

চীন থেকে কেনা টিকার মধ্যে ৩ ও ৪ জুলাই ২০ লাখ ডোজ এবং ১৭ জুলাই ২০ লাখ ডোজ এবং ২৯ ও ৩০ জুলাই ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে।

এছাড়া চীন সরকারের উপহার হিসেবে এসেছে ১১ লাখ ডোজ টিকা।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা আশা করি নভেম্বরের মধ্যে প্রতিমাসেই প্রায় সম হারে আমরা টিকা পেয়ে যাব। সিনোফার্ম যদি কমিটমেন্ট ঠিক রাখে, তাহলে নভেম্বরে দুই কোটি, অক্টোবরে দুই কোটি, আগস্টে আমরা হয়তো একটু কম পাব।

এদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেশন হলে কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।এতে ৪০০ সাধারণ শয্যা ও ৪০টি আইসিইউ শয্যা রয়েছে।