সরোয়ার আলম
দিন যত যাচ্ছে কাবুলের দিকে দৃঢ় পায়ে এগুচ্ছে তালেবান। আফগানিস্তানে নিত্য নতুন এলাকা চলে যাচ্ছে তালেবানের অধীনে। কোথাও স্বেচ্ছায় কোথাওবা সংঘর্ষ করেই এই সব এলাকার দখল নিচ্ছে তালেবান। আবার আশরাফ ঘানি সরকারের সমর্থনে তালেবানের বিভিন্ন পজিশনে হামলা করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্র আসলেই আফগানিস্তান পুরোপুরি ছেড়ে যাবে কিনা বলা মুশকিল। তবে তারা নতুন এক শরণার্থী স্রোত তৈরি করতে চাচ্ছে যার ভুক্তভোগী হবে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো এবং তুরস্ক।