মাদরাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইআবি’র দুই কোর্স

মাদরাসা শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) বিএমএড ও এমএমএড নামে দুটি নতুন কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এক বছর মেয়াদি ‘ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন’ (বিএমএড) এবং ‘মাস্টার্স অব মাদরাসা এডুকেশন’ (এমএমএড) কোর্স শুরু হতে যাচ্ছে। গত ২০ জানুয়ারি উপাচার্য অধ্যাপক মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪০তম সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন এবং শিক্ষকদের জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে যোগ্য করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় উপাচার্য অধ্যাপক শামছুল আলম বলেন, পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রফেশনাল কোর্স দুটি শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, ট্রেজারার, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি বিষয়ে অনার্স কোর্সসহ ফাজিল (পাস) এবং কামিল (মাস্টার্স) কোর্স পরিচালিত হচ্ছে। নতুন এই প্রফেশনাল কোর্স দুটি চালুর ফলে মাদরাসা শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মালিহা