মাদ্রাসার ২ হাজার ৯৩২টি শীর্ষ পদের নিয়োগ দিচ্ছে এনটিআরসিএ

দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষক সংকট মেটাতে প্রায় তিন হাজার প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে এনটিআরসিএর মাধ্যমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।

দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ২ হাজার ৯৩২টি শূন্যপদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র এই বিশাল সংখ্যক শূন্যপদের তথ্য নিশ্চিত করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারা দেশের দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় এই নিয়োগ দেওয়া হবে।

অধিদপ্তরের তথ্যমতে, সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে দাখিল পর্যায়ে; যেখানে সুপার বা অধ্যক্ষ পদে ৮৯৯টি এবং সহকারী সুপার পদে ১ হাজার ৪টি পদ খালি রয়েছে। এছাড়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে যথাক্রমে ৫৪ ও ৩৪টি, ফাজিল মাদ্রাসায় ৩৪৩ ও ২০২টি এবং আলিম মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে যথাক্রমে ৩৭৭ ও ২১৯টি শূন্যপদ পাওয়া গেছে।

মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ দিন ধরে এসব গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এনটিআরসিএর মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হলে মাদ্রাসাগুলোতে বিদ্যমান নেতৃত্ব সংকট দূর হবে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে। দ্রুতই এই নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।

মালিহা