আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আজ সোমবার (২৬ জানুয়ারি) এক বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জেলা জামায়াতের আয়োজনে ও ১০ দলীয় ঐক্যের সমর্থনে বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।
জামায়াত আমিরের আগমনকে ঘিরে গোটা জেলায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে শহরের টাউন মাঠে বিশালাকার মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। শহরজুড়ে ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে। জেলা ও উপজেলার শীর্ষ নেতারা নিয়মিত সভাস্থল পরিদর্শন করছেন। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই জনসভাকে ঘিরে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা গেছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট কর আইনজীবী মো. রুহুল আমিন। এছাড়া বক্তব্য রাখবেন চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গার দুটি আসনেই নিজেদের অবস্থান জানান দিতে এই জনসভাকে দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ১০ দলীয় ঐক্যের অংশ হিসেবে জামায়াত এখানে এককভাবে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে। নেতাকর্মীদের মতে, ডা. শফিকুর রহমানের নির্বাচনী দিক-নির্দেশনা প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ ভোটারদের মধ্যে ‘শাপলা কলি’ ও ঐক্যের পক্ষে জনমত গঠনে বড় ভূমিকা রাখবে।