রাঙামাটির পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ানের দিকনির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় গৃহসামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী অলি আহাদ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মান্নান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ইমরান এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা পাল।
এছাড়াও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোলাইমান রানা, পৌর কৃষক দলের সহ-সভাপতি রমজান আলী, সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে সব হারিয়ে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো কেবল সহানুভূতি নয়, বরং সামাজিক ও নৈতিক দায়িত্ব। ছাত্রদল আগামীতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সহায়তা পাওয়া পরিবারগুলোর সদস্যরা ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










