নিজ জেলায় বদলির সুযোগ পাচ্ছেন না এমপিও শিক্ষকরা, ছড়ানো খবরটি ‘ভুয়া’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালায় নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত খবর চাউর হলেও এর কোনো সত্যতা নেই বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয় সূত্র।

গত ১৫ জানুয়ারি থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও কয়েকটি অনলাইন পোর্টালে দাবি করা হয় যে, সংশোধিত নীতিমালায় নিজ জেলায় কর্মরত শিক্ষকদেরও বদলির সুযোগ রাখা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়লে বদলির অপেক্ষায় থাকা কয়েক লাখ শিক্ষকের মধ্যে বিভ্রান্তি ও উদ্দীপনা তৈরি হয়।

সোমবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ‘নিজ জেলায় কর্মরত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না—এই নিয়মটি আগের মতোই বহাল আছে। এখানে কোনো পরিবর্তন আনা হয়নি।’

অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ করতে গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে সফটওয়্যার তৈরির চুক্তি সম্পন্ন হয়েছে। তবে মাউশি সূত্রে জানা গেছে, বদলি নীতিমালা এখনো চূড়ান্তভাবে জারি না হওয়ায় সফটওয়্যার তৈরির মূল কাজ এখনই শুরু করা যাচ্ছে না। নীতিমালা জারির পরই কেবল কারিগরি কাজগুলো গতি পাবে।

উল্লেখ্য, এনটিআরসিএ-র মাধ্যমে নিয়োগ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকদের আগে বদলির সুযোগ ছিল না। চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে প্রতিষ্ঠান পরিবর্তনের পথও বন্ধ হয়ে যায়। শিক্ষকদের দীর্ঘ আন্দোলনের মুখে সরকার বদলি চালুর উদ্যোগ নিলেও রিট জটিলতা, সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা সংশোধনের কারণে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছে। দীর্ঘ এই অপেক্ষায় থাকা শিক্ষকদের মধ্যে এখন চরম হতাশা বিরাজ করছে।

/মালিহা