আজ প্রকাশিত হচ্ছে ঢাবির ‘বি’ ইউনিটের ফল; জানুন দেখার নিয়ম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল নাগাদ প্রকাশিত হতে যাচ্ছে। বিইউপির ফল প্রকাশের পর এবার দেশের সবচেয়ে বড় এই ইউনিটের ফল নিয়ে শিক্ষার্থীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হতে পারে। শিক্ষার্থীরা দুটি পদ্ধতিতে তাঁদের ফলাফল জানতে পারবেন:

১. অনলাইনে দেখার পদ্ধতি: শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট admission.eis.du.ac.bd এ গিয়ে তাঁদের উচ্চ মাধ্যমিক (HSC) ও মাধ্যমিক (SSC) পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সাল দিয়ে লগইন করে বিস্তারিত ফলাফল ও মেধা তালিকা দেখতে পাবেন।

২. এসএমএস পদ্ধতি: ইন্টারনেট সংযোগ না থাকলেও যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এর জন্য ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:

DU <স্পেস> ALS <স্পেস> ভর্তি পরীক্ষার রোল নম্বর

এবং পাঠাতে হবে ১৬৩২১ নম্বরে।

(উদাহরণ: DU ALS 123456) ফিরতি মেসেজে শিক্ষার্থী তাঁর ফলাফল ও মেধা অবস্থান জানতে পারবেন।

উত্তীর্ণদের জন্য পরবর্তী ধাপ: পছন্দক্রম (Subject Choice)

মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হবে বিষয় পছন্দক্রম বা চয়েস লিস্ট পূরণ করা।

  • অনলাইন ফরম পূরণ: উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে ‘স্টুডেন্ট ইনফরমেশন ফরম’ (SIF) পূরণ করতে হবে। এখানে শিক্ষার্থীরা তাদের মেধা তালিকা অনুযায়ী পছন্দের বিষয়গুলোর ক্রম নির্ধারণ করবেন।

  • সাক্ষাৎকার ও যাচাইকরণ: বিষয় পছন্দক্রম দেওয়ার পর মেধা তালিকা ও পছন্দ অনুযায়ী বিভাগ বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রার্থীদের মূল কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট অনুষদে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে।

  • প্রয়োজনীয় কাগজপত্র: বিইউপির মতোই ঢাবিতেও ভর্তির সময় এসএসসি ও এইচএসসির মূল মার্কশিট, প্রশংসাপত্র, ছবি এবং কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ সাথে রাখতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রকাশের পর ভর্তি বিষয়ক পরবর্তী সকল নির্দেশনা ও সময়সূচি ওয়েবসাইটের ‘নোটিশ’ সেকশনে আপলোড করা হবে।

/মালিহা