এমপিও বিল ইএফটিতে পাঠাতে ২৭ জানুয়ারির মধ্যে সাবমিটের নির্দেশ

মাউশি অধিদপ্তর রবিবার এক চিঠিতে ২৭ জানুয়ারির মধ্যে জানুয়ারি মাসের এমপিও বিল অনলাইনে সাবমিটের নির্দেশ দিয়েছে, যাতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি পাঠানো যায়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতনের টাকা সরাসরি ব্যাংক হিসাবে পাঠাতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, চলতি মাসের বেতন বিল আগামী ২৭ জানুয়ারির মধ্যে অনলাইনে সাবমিট করতে হবে।

অধিদপ্তরের পাঠানো চিঠিতে সতর্ক করা হয়েছে যে, প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কোনো ভুল তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিত ত্রুটির কারণে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন প্রাপ্তি বিঘ্নিত হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। এছাড়া সময়মতো বিল সাবমিট না করলে ওই প্রতিষ্ঠানের বেতন প্রক্রিয়া আটকে যাবে।

নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানরা ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে প্রত্যেকের পাওনা সঠিকভাবে নির্ধারণ করে বিল জমা দেবেন। দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে তাতে প্রতিষ্ঠানপ্রধান ও গভর্নিং বডির সভাপতির স্বাক্ষরসহ সশরীরে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হচ্ছে। গত আগস্ট মাস থেকে প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমে মাসভিত্তিক অনলাইনে বিল সাবমিটের এই আধুনিক ব্যবস্থা কার্যকর করা হয়। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তথ্যগত ভুল এড়াতে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

মালিহা