প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট গ্রহণ প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে জন্য সবার সহযোগিতা অত্যন্ত জরুরি। তাঁর প্রত্যাশা, সব পক্ষের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে তিনি এ কথা বলেন। তাঁর সভাপতিত্বে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন টানা নয় দিন ধরে এসব আপিল শুনানি গ্রহণ করে।
সিইসি বলেন, আপিল নিষ্পত্তির পুরো প্রক্রিয়ায় আইনজীবীদের সহযোগিতা প্রশংসনীয় ছিল। তবে এখানেই সহযোগিতা শেষ নয় উল্লেখ করে তিনি বলেন, ভোটের দিন পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকতে হবে, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য হলো সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা। কমিশনের কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতে পারে বলেও তিনি স্বীকার করেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোট সংক্রান্ত শর্ত শিথিল করার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন এককভাবে সফল নির্বাচন আয়োজন করতে পারে না; এজন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা অপরিহার্য। তিনি দেশবাসীর সচেতনতার প্রশংসা করে বলেন, বিশেষ করে তরুণদের আগ্রহ ও সচেতনতা তাঁকে আশাবাদী করে তুলেছে।
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। তাঁর ভাষায়, প্রতিটি সিদ্ধান্ত গভীর বিশ্লেষণ ও বিবেচনার ভিত্তিতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সবার সহযোগিতা প্রত্যাশা করে তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
-আফরিনা সুলতানা/










