ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম আয়োজিত হতে যাচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য “পেট কার্নিভাল”।
ডাকসু এবং CARE DU এর উদ্যোগে এবং মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত পেট কার্নিভাল ক্যাম্পাসের পেট ঔনার এবং এনিম্যাল লাভারদের জন্য নিঃসন্দেহে বিরাট সুখবর।
পেট কার্নিভালে ক্যাম্পাসের প্রানী ও পেটদের জন্য অনেক আয়োজন রাখা হয়েছে। মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সাথে তাদের পোষা প্রাণীর সম্পর্ক উদযাপন করা এবং প্রাণীদের চিকিৎসা ও সামগ্রিক ওয়েলফেয়ার নিশ্চিত করা।
শিক্ষার্থীরা তাঁদের পোষা প্রাণী নিয়ে এই কার্নিভালে অংশগ্রহণ করতে পারবেন। আয়োজনে থাকবে পেট শো, র্যাম্প ওয়াক, মজার গেমসসহ নানা ধরনের শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক কার্যক্রম।
ক্যাম্পাস প্রতিনিধি










