রাজশাহী বিশ্ববিদ্যালয় (আরইউ) পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণের উদ্দেশ্যে পল্লী কর্ম-সাহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সঙ্গে একটি স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) আরউ-এর পক্ষে এবং গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) সমর্থিত পিকেএসএফ-এর ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট)’ প্রকল্পটি চুক্তিতে স্বাক্ষর করে।
তিন বছরের এই প্রকল্পে চারজন মাস্টার ট্রেইনার তৈরি করা হবে যাতে প্রশিক্ষণ কর্মসূচি টেকসই থাকে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সচেতনতা সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা হবে।
পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোসিয়ার রহমান ও ড. ফজলে রব্বি আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরউ-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর সালেহ হাসান নকিব আশা প্রকাশ করেছেন, এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জ্ঞান, গবেষণা ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম টেকসইভাবে চলবে।
অর্ণব চাকমা/










