রমজানে এলপিজির সংকট নেই, সরবরাহ বাড়ানোর আশ্বাস বিইআরসি চেয়ারম্যানের

আসন্ন রমজান মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো ঘাটতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, বাজার স্বাভাবিক রাখতে ভবিষ্যতে এলপিজি আমদানি আরও বাড়ানো হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এলপিজি বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

বর্তমানে দেশে এলপিজির দাম ও সরবরাহ—দুটো ক্ষেত্রেই চরম অস্থিরতা বিরাজ করছে। অনেক এলাকায় নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দাম দিয়েও এই নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না।

এই প্রেক্ষাপটে আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান প্রশ্ন তোলেন, নির্ধারিত ১ হাজার ৩০০ টাকার একটি এলপিজি সিলিন্ডারের জন্য কেন ভোক্তাদের আড়াই হাজার টাকা পর্যন্ত পরিশোধ করতে হচ্ছে। তিনি এলপিজির মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার দাবি জানান।

বিইআরসি চেয়ারম্যান জানান, শুধু জানুয়ারি মাসেই দেশে প্রায় ১ লাখ ৫০ হাজার টন এলপিজি আমদানি হওয়ার কথা রয়েছে। তাঁর আশ্বাস, রমজানে এলপিজি নিয়ে কোনো সংকট দেখা দেবে না এবং সবার সম্মিলিত সহযোগিতায় চলমান বাজার সমস্যাও কাটিয়ে ওঠা সম্ভব হবে।

-আফরিনা সুলতানা/