রবিবার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের পেছনের গলি থেকে দুই শিক্ষার্থীকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ২১-২২ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রাশেদুল ইসলাম এবং ২২-২৩ সেশনের ইতিহাস বিভাগের মো. আলী তানজিম।
জানা যায়, কলেজের কর্মচারীরা গোপনে তাদের ইয়াবা সেবনরত অবস্থায় দেখেন। পরে হল প্রভোস্টকে অবহিত করে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযুক্তদের কাছে ২০০ পিচ ইয়াবা পাওয়া গেছে।
উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট মো. ইকবাল হোসাইন সংবাদদাতা কে জানান, শিক্ষার্থীদের প্রাথমিকভাবে প্রায় এক ঘণ্টা আটক রাখা হয়। পরে জানা যায়, তাদের পরীক্ষা রয়েছে। পরীক্ষা এবং পরিচয় যাচাইয়ের পর বিভাগ ও পরিচয়পত্রসহ তথ্য নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। প্রভোস্ট বলেন, “ঘটনার বিষয়টি কলেজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি সম্পর্কে তিনি সরাসরি অবগত নন। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মালিহা










