চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

ছবি: সংগৃহীত

সাইড স্ট্রেইনের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ক্রিকবাজ সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম ইনিংসে বোলিং করার সময় চোট পান সুন্দর। পাঁচ ওভার বল করার পর তাকে মাঠ ছাড়তে হয়। পরে ব্যাট করতে নামলেও উইকেটের মাঝে দৌড়াতে গিয়ে স্পষ্ট অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। হার্শিত রানার পরে আট নম্বরে ব্যাট করতে নেমে কেএল রাহুলের সঙ্গে ছোট একটি জুটিতে রান-এ-বল ৭ রান করেন সুন্দর। রাহুল পরে ৪৯তম ওভারে দুটি চার ও একটি ছক্কায় ভারতের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে সম্প্রচারকারীর সঙ্গে কথা বলতে গিয়ে কেএল রাহুল বলেন, “আমি জানতাম প্রথম ইনিংসে ওর একটু চোট হয়েছিল, কিন্তু ও দৌড়াতে পারছে না—এটা জানতাম না। তবে ও দারুণভাবে বল মারছিল। যখন ও নামল, আমরা প্রায় রান-এ-বল গতিতেই এগোচ্ছিলাম, তাই বাড়তি ঝুঁকির দরকার ছিল না। ও স্ট্রাইক ঘুরিয়েছে এবং নিজের কাজটা ঠিকঠাক করেছে।”

পরবর্তীতে সংবাদ সম্মেলনে হার্শিত রানা চোটের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওয়াশিংটন সুন্দরের সাইড স্ট্রেইন হয়েছে। ব্যাট করার সময় ও ব্যথায় ছিল। আমাদের মেডিকেল টিম ওকে পর্যবেক্ষণ করছে এবং পরে আপডেট দেবে।”

ওয়াশিংটন সুন্দর হলেন এই সিরিজে চোটের কারণে ছিটকে যাওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার। এর আগে ভাদোদরায় প্রথম ওয়ানডের আগে অনুশীলনের সময় অবলিক মাসলে চোট পান ঋষভ পান্ত। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে। তবে ওয়াশিংটন সুন্দরের বিকল্প হিসেবে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে এখনো বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

-এমইউএম