ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৪ জানুয়ারি

ছবি- সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভর্তিচ্ছু প্রার্থীকে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালে বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারিগরি, মাদ্রাসা বোর্ড, এ লেভেল বা সমমান বিদেশি শিক্ষা কার্যক্রম থেকে উচ্চমাধ্যমিক বা সমমান উত্তীর্ণ হতে হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ–দ্বয়ের যোগফল ন্যূনতম ৫.৫০ হতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০–এর নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

ও লেভেল, এ লেভেল বা বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেডের ভিত্তিতে জিপিএ হিসাব করা হবে। ২০২০ বা পরবর্তী সময়ে পাস করা আইজিসিএসই বা ও লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে এবং ২০২৫ সালের এ লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়েছে— A*/A = ৫.০, B = ৪.০, C = ৩.৫ এবং D = ০.০।

ভর্তির প্রাথমিক আবেদন অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আবেদনের সময় শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), কোটাসংক্রান্ত তথ্য এবং একটি স্ক্যান করা ছবি প্রয়োজন হবে।

যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ইউনিটে আবেদন করেছেন, তাঁরা পূর্বের তথ্য ব্যবহার করে সরাসরি লগইন করতে পারবেন। নতুন করে তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।

ভর্তির আবেদন ফি ৮৫০ টাকা। ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট), ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক— সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া যাবে।

ও লেভেল, এ লেভেল, বিদেশি শিক্ষাক্রম বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য ওয়েবসাইটের ‘Equivalence Application’ মেন্যুতে আবেদন করে ১ হাজার টাকা ফি জমা দিতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত আইডি ব্যবহার করে তাঁরা সাধারণ শিক্ষার্থীদের মতো ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা আগামী ৪ এপ্রিল বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে, প্রতিটি বিষয়ে ২৫টি করে প্রশ্ন থাকবে।

বাংলা, ইংরেজি ও আইসিটি—এই তিনটি বিষয় সবার জন্য বাধ্যতামূলক। চতুর্থ বিষয় হিসেবে রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, খাদ্য ও পুষ্টি অথবা সাধারণ জ্ঞান—এই পাঁচটির যেকোনো একটি নির্বাচন করা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। এর কম নম্বরপ্রাপ্ত প্রার্থীদের ভর্তির জন্য বিবেচনা করা হবে না।

মালিহা