রাজধানীর সাতটি সরকারি কলেজকে সমন্বিত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন আরও জোরদার হচ্ছে। এক দফা দাবিতে আগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও গণজমায়েতের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান আন্দোলনের অন্যতম প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি নিয়ে বিভিন্ন মহলের মতামত ও বিতর্কের পর স্টেকহোল্ডারদের সঙ্গে সভার মাধ্যমে এটি হালনাগাদ করা হয়। গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচির মুখে শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছিল যে, ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে জানুয়ারির প্রথম দিকেই চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, জানুয়ারি মাসের অর্ধেক পার হয়ে গেলেও এখনো রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়নি। প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় তারা পুনরায় রাজপথে নামতে বাধ্য হচ্ছেন। এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অর্ধদিবস অবরোধ পালন করেছিলেন শিক্ষার্থীরা, যার ফলে রাজধানীতে তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়েছিল।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সোমবার সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েত অনুষ্ঠিত হবে। সেখানে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে নতুন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রাষ্ট্রপতির পক্ষ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
এদিকে, সায়েন্সল্যাবের মতো গুরুত্বপূর্ণ মোড়ে গণজমায়েতের ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, দ্রুত অধ্যাদেশ জারি করা হলে তারা ক্লাসে ফিরে যেতে আগ্রহী।