জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তির শেষ সময় ১৪ জানুয়ারি

ছবি- সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জানুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে বর্তমানে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীদের পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ কোর্সে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হলে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। মাইগ্রেশন সার্টিফিকেট জমা না দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে।

মালিহা