জাবিপ্রবিতে হলের নাম পরিবর্তনে গণভোট

সাবেক আওয়ামী লীগ নেতার নামে থাকা ছাত্র হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ নাকি ‘শাহ্জামাল (র.)’ রাখা হবে, তা নির্ধারণে বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীদের গণভোট অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্র হল ‘মির্জা আজম হল’-এর নাম পরিবর্তন করতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এ ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষার্থীরা ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট নাম বাদ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে ছাত্রীদের হলের নাম ‘অপরাজিতা’ রাখা হলেও ছাত্র হলের নাম নিয়ে দ্বিমত দেখা দেয়। এক পক্ষ জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ‘বিজয় ২৪’ এবং অপর পক্ষ স্থানীয় ঐতিহ্যের ভিত্তিতে সুফি সাধক ‘হযরত শাহ্জামাল (র.)’-এর নামে নামকরণের দাবি তোলে। এই মতবিরোধ নিরসনে গত মঙ্গলবার উপাচার্যের উপস্থিতিতে গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজকের এই ভোটে কেবল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশ নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে হামলা ও নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কর্মী বা শিক্ষার্থীকে ভোটাধিকার দেওয়া হয়নি। ভোট প্রদানের ক্ষেত্রে আইডি কার্ড বা অ্যাডমিট কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়।

এর আগে মির্জা আজমের মায়ের নামে থাকা ছাত্রী হলের নাম পরিবর্তন করে কোনো বিতর্ক ছাড়াই ‘অপরাজিতা’ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গণভোটের গণনা শেষে রাতেই ফলাফল প্রকাশ করা হবে এবং সর্বোচ্চ ভোটপ্রাপ্ত নামটিই হলের স্থায়ী নাম হিসেবে প্রশাসনিক অনুমোদন পাবে।

মালিহা