নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি- সংগৃহীত।

সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ জানুয়ারি দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

আবেদনের যোগ্যতা অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি বা সমমান এবং ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে ব্যবধান তিন বছরের বেশি হতে পারবে না।

বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ১৫ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানে অনুমোদিত আসনের সর্বোচ্চ ২০ শতাংশ পুরুষ শিক্ষার্থীর জন্য সংরক্ষিত থাকবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধুমাত্র নারী শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬ দশমিক ৫০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ০০–এর কম গ্রহণযোগ্য নয়। পাশাপাশি এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫০ থাকতে হবে।

তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে যেকোনো বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬ দশমিক ০০ থাকতে হবে এবং কোনো একটি পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৫০–এর কম হলে আবেদনযোগ্য হবেন না।

ভর্তি পরীক্ষায় বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে ১ ঘণ্টা ১৫ মিনিট সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা, নীতিমালা ও অনলাইন ফরম পূরণের তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgnm.gov.bd) এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট (www.bnmc.gov.bd) থেকে জানা যাবে।

মালিহা