চুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ

ছবি- সংগৃহীত।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য পৃথক পৃথক তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। আগামী ১৭ জানুয়ারি চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর চুয়েটে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হয় এবং ৩১ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হয়। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে মোট ৯৩১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সংরক্ষিত রয়েছে অতিরিক্ত ১১টি আসন। এসব আসনের মধ্যে রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) শিক্ষার্থীদের জন্য ১০টি আসন সংরক্ষিত রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন, ক্লাস শুরুর সময়সূচি এবং ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, নিজস্ব ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগতভাবে কোনো চিঠি পাঠানো হবে না।

এছাড়া ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে ‘ভর্তি নির্দেশিকা ২০২৫–২৬’ ডাউনলোড করে নিতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষাসহ ভর্তির সব নিয়মাবলি নির্দেশিকায় উল্লেখ থাকবে এবং প্রার্থীদের সেসব নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

মালিহা নামলাহ