আজ প্রকাশ হচ্ছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল, উপাচার্যদের সভা দুপুরে

ছবি- সংগৃহীত।

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করা হবে। এ উপলক্ষে দুপুরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আজ সকাল ১১টায় উপাচার্যরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) একত্রিত হবেন। সেখানে অনুষ্ঠিত সভায় ফলাফল শিটে উপাচার্যদের স্বাক্ষর গ্রহণ করা হবে। সভা শেষে গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, ‘৭ জানুয়ারি কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় ও প্রক্রিয়া উপাচার্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।’

এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। গড়ে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছেন প্রায় ২৪ জন। ভর্তি পরীক্ষার সার্বিক প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।

মালিহা নামলাহ