ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মাদরাসা শিক্ষার্থীদের দক্ষ নাগরিক করতে গত বুধবার সিন্ডিকেট সভার মাধ্যমে দেশজুড়ে ফাজিল অনার্সে ‘ইসলামিক ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স’ বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে পরিচালিত ফাজিল (অনার্স) স্তরে নতুন শিক্ষাবর্ষ থেকে যুক্ত হচ্ছে ‘ইসলামিক ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স’ বিভাগ। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪০তম সিন্ডিকেট সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রো-ভাইস-চ্যান্সেলরদ্বয়, ট্রেজারার এবং শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় আধুনিক কর্মক্ষেত্রের সাথে তাল মিলিয়ে মাদরাসা শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শামছুল আলম বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মাদরাসা শিক্ষার্থীদের কেবল আলেম নয়, বরং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। নতুন এই বিভাগের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ব্যাংকিং ও বিমা খাতে সরাসরি অবদান রাখতে সক্ষম হবে।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আল কোরআন, আল হাদিস, দাওয়াহ, আরবি ভাষা, ইসলামের ইতিহাস ও ফিকাহ—এই ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। নতুন এই বিভাগটি যুক্ত হওয়ার ফলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের সংখ্যা দাঁড়ালো সাতে।
-মালিহা










