প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী নিয়োগ পরীক্ষা বাতিল

ছবি- সংগৃহীত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

সোমবার (৫ জানুয়ারি) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, “পরিস্থিতি বিবেচনায় এই পরীক্ষা বাতিল করা ছাড়া উপায় ছিলো না। নিয়োগের জন্য দুইটি পদ ছিল—হিসাব সহকারীর পদ ৩৪৬টি এবং অফিস সহকারীর পদ ২২৪টি, মোট ৪৭০টি পদ। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে খুব শিগগিরই নতুন তারিখ দেওয়া হবে। এটি অনিবার্য কারণেই বাতিল করা হয়েছে।”

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক বাছাই পরীক্ষা গত ২৬ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই পরীক্ষা বাতিল করা হয়েছে।

মালিহা