এইচএসসি ও আলিম পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ১০ জানুয়ারি শুরু হবে। প্রশিক্ষণ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত এবং এটি অনুষ্ঠিত হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালনায় এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, মনোনীত শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক। প্রশিক্ষণে অংশ নিতে শিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবই সঙ্গে আনতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র সংগ্রহ করে প্রশিক্ষণে উপস্থিত হতে হবে।
প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। সংযুক্ত তালিকা অনুযায়ী প্রধান শিক্ষকদের অধীন কর্মরত মনোনীত শিক্ষকদের নির্ধারিত সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সংস্থান অনুযায়ী ভাতা পাবেন।
প্রশিক্ষণ সংক্রান্ত জরুরি প্রয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর লিপিকা রানী সাহার সঙ্গে যোগাযোগ করা যাবে। তাঁর মোবাইল নম্বর ০১৭৩১৫০০১৯৩।
মালিহা










