জকসু নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি জবি’তে ক্লাস-পরীক্ষা বন্ধ

ছবি- সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের দিন আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরগুলো স্বাভাবিক কার্যক্রম চালু রাখবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে নির্বাচন দিবসে একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। সংশ্লিষ্ট অনুষদ, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের জন্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তিন দফা পেছানোর পর অবশেষে ভোটের তারিখ নির্ধারণ হওয়ায় ক্যাম্পাসজুড়ে এখন নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

মালিহা নামলাহ