বসুন্ধরায় ‘মব জাস্টিসে’ আইনজীবী নাঈম হত্যা: প্রধান আসামি পাপ্পু গ্রেপ্তার, দায় স্বীকার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব জাস্টিসের’ শিকার হয়ে আইনজীবী নাঈম কিবরিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বারিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়ের হোসেন পাপ্পু আইনজীবী নাঈমকে মারধর ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘটনার প্রেক্ষাপট
র‍্যাব জানায়, আইনজীবী নাঈম কিবরিয়া গত ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাঁর এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। গত ৩১ ডিসেম্বর রাত ৯টার দিকে তিনি ওই আত্মীয়ের ব্যবসায়িক অংশীদার মোতালেব মিয়ার ব্যক্তিগত গাড়ি নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরতে বের হন।

ভ্রমণের একপর্যায়ে একটি মোটরসাইকেলের সঙ্গে নাঈমের গাড়ির সামান্য ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য কয়েকটি মোটরসাইকেলে থাকা একদল যুবক এসে নাঈমকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বর্বরোচিত ঘটনার পর রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আইনজীবীদের বিক্ষোভ ও বিচার দাবি
এদিকে নাঈম কিবরিয়া হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে ফুঁসে উঠেছেন আইনজীবীরা। গতকাল পুরান ঢাকার ঢাকা আইনজীবী সমিতি (ডিবিএ) কার্যালয়ের সামনে ‘সচেতন আইনজীবী সমাজ’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মেধাবী আইনজীবীকে রাজপথে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

র‍্যাব জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।