মিরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে অভিমান করে সানজিদা ইসলাম মিম (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মিম মিরপুর ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে মিরপুর ১০ নম্বর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরগুনার চাঁদখালী এলাকায়।

নিহতের ভাই সাখাওয়াত হোসেন জানান, পরিবারের সবার অগোচরে মিমের সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ওই ছেলের ওপর অভিমান করেই আজ সকালে মিম নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। বেশ কিছুক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “চিকিৎসকের পরীক্ষা শেষে মিমকে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।”

মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

-এম. এইচ. মামুন