জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলের কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
অভিযানের বিবরণ
রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে এই তল্লাশি পরিচালিত হয়। অভিযানে কক্ষটি থেকে ২১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।
আটক শিক্ষার্থীর পরিচয়
আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, আজওয়াদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারটিয়া গ্রামে। তার বাবা ওই এলাকার পারারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
হল প্রশাসন সূত্রে জানা গেছে, আজওয়াদ ওই হলের বৈধ আবাসিক শিক্ষার্থী নন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই কক্ষে অবস্থান করে আসছিলেন।
মদ সংগ্রহের উৎস
প্রাথমিক তথ্যে জানা গেছে, উদ্ধারকৃত বিদেশি মদগুলো জামালপুরের তারটিয়া সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে সংগ্রহ করা হয়েছিল। ‘সালমান’ নামের এক ডিলারের মাধ্যমে এই মদের চালানটি হলে আনা হয় বলে জানা গেছে।
হল প্রশাসনের বক্তব্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা গোপন সূত্রে হলের একটি কক্ষে মাদকদ্রব্যের উপস্থিতির খবর পাই। তাৎক্ষণিকভাবে হল প্রশাসন ও হল সংসদ মিলে অভিযান চালিয়ে ২১ বোতল বিদেশি মদ জব্দ করি।”
তিনি আরও জানান, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া এই মাদক কারবারের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবাসিক হলে মাদকের এমন বড় চালান উদ্ধারের ঘটনায় হলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।










