নতুন বছরের শুভলগ্নে ন্যায়বিচার, সততা ও আইনের শাসনের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৬ সালের প্রথম কার্যদিবসে রোববার (৪ জানুয়ারি) শুনানির শুরুতে প্রসিকিউশন ও উপস্থিত আইনজীবীদের প্রতি এই আহ্বান জানান ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল।
রোববার বেলা সোয়া ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের শুরুতেই ট্রাইব্যুনালকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।
শুভেচ্ছার জবাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এজলাসে উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় তিনি এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বার্তায় বলেন, “আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরাও দোয়া করি। আমরা যেন সঠিক আর ন্যায়ের পথে থাকতে পারি। আপনারাও সততা ও ন্যায়ের পথে অবিচল থাকবেন।”
বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুভেচ্ছা বিনিময় শেষে আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হয়। এদিন জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পুড়িয়ে দেওয়াসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি চলে।
মামলার তদন্ত কর্মকর্তা জানে আলম খানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিরাজুল ইসলাম। গত বছরের ভয়াবহ সেই ঘটনার তথ্য-প্রমাণ ও তদন্ত প্রক্রিয়া নিয়ে দীর্ঘক্ষণ সওয়াল-জওয়াব চলে।
নতুন বছরের প্রথম দিনেই ট্রাইব্যুনালের এই আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তারা মনে করছেন, এই বার্তা ন্যায়বিচার প্রত্যাশী সাধারণ মানুষের মনে আস্থা বাড়াবে এবং আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে।