দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য ‘পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী,​দিনাজপুর প্রতিনিধি।

​দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ মহাবিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বাঙালির চিরচেনা ঐতিহ্যের প্রতীক ‘পিঠা উৎসব-২০২৬।রবিবার কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়, যা শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

​আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. রফিকুল আলম।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী, মহাবিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি এ্যাড. আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো।

​মহাবিদ্যালয়ের প্রভাষক ড. জুলাইখা গুলসান আরার আহ্বায়কের দায়িত্ব পালনে উৎসবে মোট ১৬টি স্টল প্রদর্শিত হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার বিভিন্ন বিভাগসহ (পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাববিজ্ঞান, বাংলা, দর্শন, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বিএম শাখা) উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই স্টলগুলো সাজিয়েছিল।

​সকাল থেকেই কলেজ মাঠ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। স্টলগুলোতে শোভা পাচ্ছিল ভাপা, নুনিয়া, পুলি, চিতই, বিভিন্ন প্রজাতির কেক, পাটিসাপটা ও নকশাসহ গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া হরেক রকমের পিঠা। শিক্ষার্থীরা স্টল ঘুরে দেখার পাশাপাশি বন্ধুদের সাথে পিঠার স্বাদ আস্বাদনে মেতে ওঠে।

দিনব্যাপী এই আয়োজন ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর ও আনন্দের ধারা বইয়ে দেয়।
পিঠা উৎসবে বিচারকের দায়িত্বে ছিলেন আদর্শ মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোঃ মেহরাব আলী, রুপা রানী দাস, মোঃ আনোয়ারুল ইসলাম, আশরাফ আলী, হানিফুর রহমান, রিজওয়ানা নাহার, আরজিনা খাতুন, আহসান হাবিব, কামরুন নাহার হানিফ, সাজ্জাদুল ইসলাম, জুয়েল রহমান, মহাদেব শর্মা, প্রমুখ।

অত্র প্রতিষ্ঠানের প্রভাষক সুলতানা রাজিয়া পলি ও হারুনুর রশিদ হারুন উপস্থাপনায় বিকেলে পিঠা উৎসবের পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

-সাইমুন