শিক্ষার্থীদের ব্যাংকে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) তাদের নীতিনির্ধারণী সভায় ‘এ-চালান’ গেটওয়ের মাধ্যমে বিনা খরচে অনলাইনে সেমিস্টার ফি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফি পরিশোধ প্রক্রিয়াকে ডিজিটাল ও ভোগান্তিমুক্ত করতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু হতে যাচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১১১তম রিজেন্ট বোর্ড সভায় এই যুগান্তকারী সিদ্ধান্ত অনুমোদিত হয় এবং এটি বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বর্তমানে সনদ ও কোর্স রেজিস্ট্রেশনের জন্য অনলাইন প্যানেল চালু থাকলেও নির্ধারিত ফি জমা দিতে শিক্ষার্থীদের সশরীরে ব্যাংকে উপস্থিত হতে হয়। এতে দীর্ঘ লাইন ও ক্লাস মিস হওয়ার মতো সমস্যায় পড়তে হয় সাধারণ শিক্ষার্থীদের। এই সীমাবদ্ধতা দূর করতে এবং আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে সরকারের ‘এ-চালান’ (A-Challan) গেটওয়ে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বেসরকারি গেটওয়ের মতো অতিরিক্ত ১.৫% থেকে ২.৫% সার্ভিস চার্জ গুনতে হবে না শিক্ষার্থীদের।
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানান, যবিপ্রবিকে পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ ডি-নথির মাধ্যমে পরিচালিত হচ্ছে। অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু হলে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কোনো অতিরিক্ত কমিশন ছাড়াই ফি পরিশোধ করতে পারবেন, যা প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি করবে।
শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি ও সময় অপচয় বন্ধ হবে। পেমেন্ট গেটওয়েটি চালু হওয়ার পর ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলি ও ইউজার ম্যানুয়াল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
মালিহা










