মাহদীর মুক্তিসহ ২ দফা দাবিতে শাহবাগ অবরোধ: আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি এবং হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শেষে আল্টিমেটাম দিয়ে ফিরে গেছেন আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন। তবে দাবি পূরণ না হলে রোববার (৪ জানুয়ারি) সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

অবরোধ ও বিক্ষোভ
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাহদী হাসানের আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হন। তারা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় ‘মুক্তি মুক্তি চাই, মাহদীর মুক্তি চাই’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। অবরোধের ফলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুই দফা দাবি ও আল্টিমেটাম
অবরোধ চলাকালীন রাত সোয়া ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ সংবাদমাধ্যমের সামনে দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১. রাতের মধ্যেই মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার।
২. ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতাকে সব কার্যক্রম থেকে দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা।

নেতাদের বক্তব্য
রিফাত রশিদ বলেন, “আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি মাহদীকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তার আশ্বাসের ওপর ভিত্তি করে আমরা আপাতত শাহবাগ থেকে অবরোধ সরিয়ে নিচ্ছি। তবে রাতের মধ্যে তাকে মুক্তি দেওয়া না হলে আগামীকাল (রোববার) সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।”

রাত সোয়া ১২টার পর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।