হাতিরঝিলে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তার

নগর প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয়
গ্রেপ্তারকৃতরা হলেন- মাহাফুজুর রহমান (১৯), রাকিব (১৮), মো. বাবুল হোসেন (৫৪), মো. রনি (৩৪), সুমন মিয়া (৪১) এবং অনিক (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৬ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ তাদের অধীনস্থ বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক