‘গোলামির দিন শেষ, ক্রিকেটার অবমাননা সইবো না’: বিসিসিআই-এর পদক্ষেপে কড়া হুঁশিয়ারি আসিফ নজরুলের

বাংলাদেশের ক্রিকেট, দেশ এবং ক্রিকেটারদের সম্মান রক্ষায় কোনো আপস করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, “আমরা কোনো অবস্থাতেই অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ!”

শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মুস্তাফিজ ইস্যুতে কড়া প্রতিবাদ
আসিফ নজরুল অভিযোগ করেন, ভারতের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টিকে সরাসরি ‘অবমাননাকর’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

আইসিসিকে চিঠির নির্দেশ ও বিশ্বকাপ নিয়ে হুঁশিয়ারি
ক্রীড়া উপদেষ্টা জানান, তিনি ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “যেখানে বাংলাদেশের একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার ভারতে নিরাপদ নন বা তাকে খেলতে দেওয়া হয় না, সেখানে পুরো ক্রিকেট দলের পক্ষে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ হতে পারে না।”

এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার প্রস্তাব দিতেও তিনি বিসিবিকে নির্দেশনা দিয়েছেন।

আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান
দেশের মাটিতে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের প্রচার বন্ধের ব্যাপারেও কঠোর অবস্থান নিয়েছেন আসিফ নজরুল। তিনি জানান, বাংলাদেশে যেন আইপিএলের কোনো খেলা সম্প্রচার না করা হয়, সে জন্য তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বরাবর অনুরোধ জানিয়েছেন।

‘গোলামির দিন শেষ’
পোস্টের শেষে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বর্তমান সরকার ক্রিকেটারদের মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। বাংলাদেশের ক্রিকেট ও জাতীয় স্বার্থের ওপর কোনো ধরনের আঘাত আসলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

আসিফ নজরুলের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ক্রীড়াপ্রেমীদের বড় একটি অংশ এই দৃঢ় অবস্থানের পক্ষে সমর্থন ব্যক্ত করছেন।