অনার্স শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা বৃত্তি: আবেদনের শেষ সুযোগ ৩০ ডিসেম্বর

অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তি সহায়তা বৃত্তি প্রদান করছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স ও পাস) বা সমমান শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই সহায়তা পেতে পারেন। আগামীকাল, ৩০ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
আবেদনের যোগ্যতা
সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং সমমান শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে এবং তাকে শিক্ষায় মেধাবী হতে হবে।
বিশেষ সুবিধা পাওয়ার যোগ্যরা
প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদীভাঙন পরিবারের সন্তান, অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারীদের নিম্নোক্ত নথি অনলাইনে আপলোড করতে হবে:
– শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের সুপারিশ সহ প্রত্যয়ন ফরম
– সর্বশেষ পাস করা পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র
– পারিবারিক আয়ের প্রত্যয়নপত্র (ইউনিয়ন চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর থেকে)
– সরকারি কর্মচারী হলে অফিস প্রধানের বেতন গ্রেড প্রত্যয়ন
– বিশেষ পরিস্থিতির প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
– ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের প্রমাণ
অর্থ স্থানান্তরের পদ্ধতি
শিক্ষার্থী বা তাদের মা-বাবার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে। তৃতীয় কোনো পক্ষের অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হবে না। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে চেকের নিম্নপৃষ্ঠা বা স্টেটমেন্ট এবং মোবাইল অ্যাকাউন্টের ক্ষেত্রে কেওয়াইসি তথ্য জমা দিতে হবে।
অনলাইন আবেদন পোর্টাল
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটের ‘ভর্তি সহায়তা সেবা’ বিভাগে প্রয়োজনীয় ফরম পাওয়া যাবে। শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠান সফটওয়্যারে যুক্ত না থাকলে প্রতিষ্ঠানপ্রধান ইইআইএন সহ প্রতিষ্ঠান যুক্ত করানোর জন্য আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ অনলাইনভিত্তিক প্রক্রিয়া হওয়ায় কোনো হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই। সকল নথি ডিজিটালভাবে আপলোড করতে হবে এবং স্পষ্ট ছবি নিশ্চিত করতে হবে।