শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত করতে মঙ্গলবার বৈঠকে বসছে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত করতে আগামী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। রবিবার (২৫ জানুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, সুপারিশের তারিখ কিছুটা পিছিয়ে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা নির্ধারণ করা হয়েছে।

চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ বা আগামীকাল সুপারিশের কথা থাকলেও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সভার কারণে সময় কিছুটা বাড়ানো হয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, চলতি সপ্তাহের মধ্যেই প্রার্থীদের কাঙ্ক্ষিত নিয়োগ সুপারিশ সম্পন্ন করা হবে। মূলত মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তের পরপরই নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এনটিআরসিএ।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া চলে ১৭ জানুয়ারি পর্যন্ত। এবারের বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৩৩টি পদ রয়েছে। যোগ্য প্রার্থীদের আবেদনের ফি জমা দেওয়ার সুযোগ ছিল ১৮ জানুয়ারি পর্যন্ত। এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

মালিহা