আগামী ১ জানুয়ারি সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যবই বিতরণের উপলক্ষ্যে ‘বই বিতরণ উৎসব’ আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মা বা অভিভাবকদের নিয়ে সমাবেশ করে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে উদ্বুদ্ধ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশ দিয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) উপ-পরিচালক জয়নাল আবেদীনের স্বাক্ষরিত চিঠিতে ‘গণভোট বিষয়ে জনগণকে ব্যাপকভাবে অবহিতকরণ’ শিরোনামে এ নির্দেশনা জারি হয়। চিঠিতে বলা হয়, ১ জানুয়ারির বই বিতরণ উৎসবে মা/অভিভাবক সমাবেশ, মাসিক হোম ভিজিট এবং উঠান বৈঠকের মাধ্যমে অভিভাবকদের গণভোট প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে হবে। প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই সমাবেশ ও বৈঠকগুলোর লক্ষ্য গণভোট ও সাধারণ নির্বাচনে অংশগ্রহণ বাড়ানো। প্রতি বিদ্যালয়ে বছর শুরুতে মা/অভিভাবক সমাবেশ এবং প্রতি মাসে শিক্ষকদের হোম ভিজিটের মাধ্যমে এ কাজ সফলভাবে সম্পন্ন করতে হবে। এতে অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।










