শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে। এবার মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১২ দিন কম। রমজান মাসের বড় অংশ খোলা রাখা এবং শবে মেরাজ, জন্মাষ্টমীসহ একাধিক ধর্মীয়-জাতীয় দিবসে স্কুল চালুর সিদ্ধান্ত এর ফলে এমন হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত তালিকায় দেখা যায়, ২০২৬-এ রমজান ও ঈদুল ফিতরে ১৯ দিন ছুটি—গত বছরের ২৮ দিনের তুলনায় কম। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ১২ দিনে নামানো হয়েছে আগের ১৫ দিন থেকে। শীতকালীন অবকাশও একদিন কমিয়ে নির্ধারিত।
পবিত্র রমজান ৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হলেও, সম্ভাব্য ১৭ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হলে ২১ রমজান পর্যন্ত ক্লাস চলবে। এতে রমজানের উল্লেখযোগ্য অংশে শিক্ষাক্রম অব্যাহত থাকবে। শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও মহালয়ায় স্কুল খোলা থাকবে। এই পদক্ষেপ শিক্ষাপঞ্জির ধারাবাহিকতা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।










