তারেক রহমানের প্রত্যাবর্তন: শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশ নিষেধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তা বিবেচনায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কেবল টিকিট ও পাসপোর্টধারী যাত্রীরাই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা, নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে বিশেষ এই ব্যবস্থা নেয়া হয়েছে। এ কারণে বিভিন্ন এয়ারলাইন্স যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারেক রহমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সড়কপথে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। পরে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসায় অবস্থান করবেন। একই এলাকায় খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’।

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে আরও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে।

সাবরিনা/