নিষিদ্ধ কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি অন্য কোনো দলের মাধ্যমে মনোনয়ন গ্রহণ করেন বা ভোটে অংশগ্রহণ করেন, তবে সেটি তার সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, “নিষিদ্ধ কোনো দলের কেউ যদি অন্য কোনো দলের মাধ্যমে মনোনয়ন নেয় বা ভোটে অংশগ্রহণ করে, সেটি তার সাংবিধানিক অধিকার। যদি তিনি দোষী সাব্যস্ত না হন, কনভিক্টেড না হন কিংবা ডিসকোয়ালিফাইড না হন, তাহলে তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।”
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৬) গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সাংবাদিক সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, জাতীয় পার্টি সবসময়ই এ দেশের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। অতীতেও জনগণের যেকোনো রায় দলটি মেনে নিয়েছে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল এবং নিয়মিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে।
তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত হলো সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এ দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের। তবে দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, সরকার এই দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হচ্ছে।
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, সারাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনেক আসনে একাধিক প্রার্থী থাকায় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলকে হিমশিম খেতে হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই ও দলীয় আলোচনার পর আজ জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলো।
তিনি আশা প্রকাশ করে বলেন, এখনো জাতীয় পার্টি বিশ্বাস করে যে অন্তর্বর্তী সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে দলটির জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
আবু তাহের।










