এনটিআরসিএ ১ হাজার ২৭ জন ইনডেক্সধারী প্রার্থীর রোল ব্লক করায় ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে মোট ১৭ হাজার ৩৭২ জন আবেদনকারী আগামীকাল বুধবার চূড়ান্ত নিয়োগ সুপারিশ পেতে যাচ্ছেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকাশিত ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) যেকোনো সময় প্রাথমিক নির্বাচনের এই ফল প্রকাশ করা হবে। তবে ইনডেক্সধারী হওয়ার কারণে ১ হাজার ২৭ জন প্রার্থীর আবেদন বাতিল বা রোল ব্লক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে মোট ১৮ হাজার ৩৯৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। ইনডেক্সধারীদের বাদ দেওয়ার পর বর্তমানে প্রকৃত আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭২ জনে। অথচ এবারের গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা ছিল ৬৭ হাজার ২০৮টি। অর্থাৎ আবেদনকারীর তুলনায় পদের সংখ্যা প্রায় চারগুণ বেশি।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৬৭ হাজার ২০৮টি পদের মধ্যে:
-
স্কুল ও কলেজ: ২৯ হাজার ৫৭১টি পদ।
-
মাদ্রাসা: ৩৬ হাজার ৮০৪টি পদ।
-
কারিগরি: ৮৩৩টি পদ।
গত ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ গণবিজ্ঞপ্তির আবেদন গ্রহণ করা হয় এবং ১৮ জানুয়ারি পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ ছিল। ইনডেক্সধারী শিক্ষকরা যাতে নতুন করে আবেদন করে অন্য প্রার্থীদের সুযোগ নষ্ট করতে না পারেন, সেজন্যই রোল ব্লক করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল ফল প্রকাশের পর নির্বাচিতদের নির্ধারিত প্রক্রিয়ায় নিয়োগ সুপারিশ করা হবে।
-মালিহা










