হলে সিট না পাওয়ায় পবিপ্রবির প্রভোস্ট অফিসে তালা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের গণরুমের শিক্ষার্থীরা কক্ষ বরাদ্দের দাবিতে সোমবার বিকেলে প্রভোস্ট কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সমাধানের আশ্বাস দেয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বিজয়-২৪ হলের শিক্ষার্থীরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে হলের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫ সালের জুলাই মাস থেকে তাদের আলাদা কক্ষ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। চার বছরের শিক্ষা জীবনের প্রায় দেড় বছর গণরুমে কাটাতে হওয়ায় তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলের প্রভোস্ট ড. মাসুদুর রহমান ও সহকারী প্রভোস্টগণ আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন। প্রভোস্ট জানান, হল প্রশাসন আবাসন সংকট নিরসনে নিরন্তর কাজ করছে। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের জন্য দুটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে এবং আগামী রবিবারের মধ্যে বাকিদেরও পর্যায়ক্রমে সিট বরাদ্দ সম্পন্ন হবে বলে তিনি নিশ্চয়তা দেন।

হল প্রশাসনের পক্ষ থেকে লিখিত ও মৌখিক আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সন্ধ্যা নাগাদ প্রভোস্ট কার্যালয়ের তালা খুলে দিয়ে আন্দোলন স্থগিত করেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কক্ষ বরাদ্দ না দেওয়া হলে তারা পুনরায় কঠোর কর্মসূচিতে যাবেন।

-মালিহা