কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের কানে ধরে উঠবস করানোর ঘটনায় ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করলে তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা ও চুরির ঘটনায় প্রশাসনের ব্যর্থতার জবাবদিহিতা চেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা কিশোর ও তরুণদের কান ধরে উঠবস করানোর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এই অমানবিক আচরণের দায়ে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বমিত্র চাকমাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার জবাব পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি কেন্দ্রীয় মাঠে প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কান ধরে উঠবস করানোর একটি ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়।
শোকজ পাওয়ার পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সর্বমিত্র চাকমা। তিনি একে প্রশাসনের ব্যর্থতা আড়ালের চেষ্টা হিসেবে দাবি করেন। পোস্টে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সেন্ট্রাল লাইব্রেরি ও মাঠে যাদের সাইকেল, মোবাইল বা মানিব্যাগ চুরি হয়েছে, তারা প্রমাণসহ আমাকে জানান। প্রশাসন কেন এসব চুরি ঠেকাতে ব্যবস্থা নেয়নি, আমি লিখিতভাবে সেই জবাবদিহিতা চাইব।”
সর্বমিত্র আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় মাঠের দেয়াল সংস্কার না করা এবং শারীরিক শিক্ষা ভবনে অসামাজিক কার্যকলাপে জড়িত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রশাসন দায় এড়াচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার যৌক্তিক জবাব না পেলে তাদের ক্ষতিপূরণ বহন করতে হবে।
ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে একজন ছাত্র প্রতিনিধির আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
মালিহা










