দাখিলের ফরম পূরণের সময় বাড়ল, কেন্দ্র কমিটিতে নতুন নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে এবং পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের কমিটি গঠনের নতুন নির্দেশনা দিয়েছে।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে ফরম পূরণের সময়সীমা ২৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল।

বোর্ড জানিয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণের বর্ধিত এই সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধানদের কাজ সম্পন্ন করতে হবে। ফরম পূরণের পূর্ববর্তী অন্যান্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, এর আগে ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় ফরম পূরণ চলেছিল।

এদিকে দাখিল পরীক্ষার কেন্দ্র পরিচালনা নিয়ে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা পাঠিয়েছে বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য সর্বোচ্চ পাঁচ সদস্য বিশিষ্ট একটি ‘কেন্দ্র কমিটি’ গঠন করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের অধীনে যেসকল মাদ্রাসা থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের মধ্য থেকে এই কমিটির সদস্য নির্বাচন করতে হবে।

আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা এবং কেন্দ্রসচিবের অফিসিয়াল মোবাইল নম্বর পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ই-মেইল (dcexam@bmeb.gov.bd) বা ডাকযোগে পাঠাতে বলা হয়েছে। কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্রসচিবদের নিজ নিজ দায়িত্ব পালনে কঠোর নির্দেশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

মালিহা