বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও পাঞ্জাবি গায়ক তলবিন্দর সিং সিধুর প্রেম বরাবরের মতোই গুঞ্জন আর নীরবতায় ছড়িয়ে ছিল। তবে সম্প্রতি এক রাত, হাজারো মানুষের ভিড়ে, তাদের সম্পর্কের প্রথম প্রকাশ ঘটল। চলতি মাসের শুরুতে উদয়পুরে বলিউড অভিনেত্রী নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে পরিচয় হওয়া দুজন, বিয়ের অতিথিদের ভিড়ে একে অপরের দিকে আলাদা করে নজর কাড়েন।
উদয়পুর থেকে মুম্বাই ফেরার ফ্লাইটেও দুজনকে একসঙ্গে দেখা যায়। এরপর নূপুরের রিসেপশনেও উপস্থিত হন তারা, কিন্তু তখনও কেউ কিছু স্বীকার করেননি। সবকিছু রহস্যময় থাকলেও সেই রাত মুম্বাইয়ের লোলাপালুজা ইন্ডিয়ার আলো ঝলমলে অনুষ্ঠানে সেই আড়াল ভাঙে। মঞ্চে ওঠেন তলবিন্দর, আন্তর্জাতিক শিল্পী কেহলানির সঙ্গে পারফরম্যান্সে দর্শক উচ্ছ্বসিত। গান শেষের পর, ভিড় ঠেলে, নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে অনুষ্ঠানস্থল ছাড়ার সময় ক্যামেরায় ধরা পড়ে নতুন প্রেমের একটি দৃশ্য। দিশা ও তলবিন্দর হাত ধরে হাঁটছেন—কোনো তাড়া নেই, কোনো অস্বস্তি নেই। চারপাশের আলো, দর্শক, ক্যামেরা—সবই তখন গৌণ। মুহূর্তটি ছোট হলেও বার্তাটি স্পষ্ট: তাদের সম্পর্ক আর শুধু গুঞ্জনের নয়।
এরপর একই গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা, সঙ্গে কয়েকজন বন্ধু। ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমজুড়ে শুরু হয় আলোচনা। কেউ বিস্মিত, কেউ রোমাঞ্চিত, আবার কেউ দিশার অতীত সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন। যদিও এখনো দুজন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এবং ইনস্টাগ্রামে কোনো পোস্ট নেই, তবুও সেই হাত ধরে এগোবার মুহূর্তটাই যথেষ্ট—সব প্রেমই কি ঘোষণার মধ্য দিয়েই শুরু হয়? কখনও কখনও শুধু একটি হাত ধরা মুহূর্তও যথেষ্ট। সেদিন হাজারো মানুষের ভিড়ে, আলো আর শব্দের মাঝেই দিশা ও তলবিন্দরের দৃশ্যই বলে দিচ্ছে, এই গল্প আর শুধুই গুঞ্জনের নয়।
বিথী রানী মণ্ডল/










