কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যেখানে দেশের খ্যাতিমান সাংবাদিকরা হাতে-কলমে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ও ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার ও রবিবার কলেজ অডিটোরিয়ামে এই আয়োজনে বিভিন্ন বিভাগের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালার প্রথম দিনে সাংবাদিকতার বুনিয়াদি ও প্রায়োগিক বিষয়ে প্রশিক্ষণ দেন এখন টেলিভিশনের মাহমুদ রাকিব, কালের কণ্ঠের ইখলাছুর রহমান, নাগরিক টিভির ফয়সাল মোরশেদসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীরা। কনকসাস সভাপতি মো. আতিক হাসান শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দের সঞ্চালনায় এই সেশনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নানা দিক তুলে ধরা হয়।
রবিবার দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র এবং চার ক্যাটাগরিতে ‘কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে বিপ্লব শেখ, কাবা কাকলি ও আমির হোসেন সবুজ; টেলিভিশন ক্যাটাগরিতে মিরাজ উদ্দিন ও পার্থ সাহা; মাল্টিমিডিয়ায় আব্দুল হামিদ ও রবিউল ইসলাম রেজা এবং ফটোগ্রাফিতে রাকিবুল হাসান এই পুরস্কার অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হামিদুর রহমান হামিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি মো. ইয়াসিন শেখ। এসময় সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মালিহা










