চট্টগ্রামে বিএনপির সমাবেশে মিছিলের ভিডিও ধারণকালে কিশোরের মৃত্যু

চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসমাবেশ ঘিরে মিছিলের ভিডিও ধারণ করার সময় সড়কে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর পলোগ্রাউন্ড মাঠসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাইদুল ইসলাম চিশতী (১৪)। তিনি নগরীর এনায়েত বাজার ডায়াবেটিক হাসপাতালসংলগ্ন এলাকার বাসিন্দা এবং নজরুল ইসলাম বাবুর ছেলে। তিনি ছাত্রদলের একজন কর্মী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দুপুরে মিছিল নিয়ে যাওয়ার সময় সমাবেশস্থলের পাশে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন সাইদুল ইসলাম চিশতী। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং সড়কে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, একই সমাবেশে ভিড়ের চাপে ও প্রচণ্ড গরমে আরও দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকার মো. করিমের ছেলে রাকিব। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অসুস্থ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে সমাবেশে অবস্থান করার ফলে একপর্যায়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। সমাবেশস্থলে থাকা স্বেচ্ছাসেবকরা পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। পরে সহকর্মীরা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত কিশোরসহ অসুস্থ ব্যক্তিরা হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবরিনা রিমি/